বই রিভিউ: মাঝির প্রেম
বই- মাঝির প্রেম
লেখক- সুজন মাহমুদ
প্রকাশক- মাহমুদ পাবলিকেশন্স
বিষয়- উপন্যাস
মুসলিম পরিবারের ছেলে মতি আর হিন্দু বাড়ির মেয় যুতির মর্মান্তিক প্রেমের কাহিনি নিয়ে অসাধারণ বইটা।
সনিয়া মতির জন্য দুধ গরম করে নিয়ে আসে আর তার বন্ধু সামিম আনে ঔষধ, এসে দেখে হসপিটালের বেডে মতি নেই ছটপট করে মতিকে খুজতে পেছনে মুখ ফেরাতেই দেখে মতির লাশ নিয়ে আসছে এক নার্স।
পাশে ডাঃবাবু আর নয়ন দাড়ানো।ওর সারা শরীর সাদা কাপর দিয়ে মোড়ানো, সনিয়া দুধের বাটি ফেলে হুরমুর করে কেঁদে জরিয়ে ধরে মতির লাশকে। কি হয়েছে আমার রাকিবের? এই বলে বিকট আওয়াজে চিৎকার করে উঠে সেন্সলেস হয়ে পড়ে যায়, তার হাসবেন্ড শামিম সনিয়াকে জরিয়ে ধরতেই দেখে সেও কেমন যেনো মৃত, পরে জ্যান ফিরে পেলো ঠিকই কিন্তু সনিয়া আর সনিয়া হয়ে উঠে নি
সে পাগল হয়ে গেছে ছেরা কাপর পড়ে সে এখন রাস্তায় রাস্তায় ঘুরে আর রাকিব কে খুজে বেড়ায়....
ওদিকে মতি তার (প্রাক্তন) নয়ানের স্ত্রী যুতি কে না পেয়েও ভালোবাসা কে জিতিয়ে এমন একটি করুন ইতিহাস গড়ে গেলেন।
যা যুগ যুগ ধরে মানুষ মনে রাখতে বাদ্ধ হবে।
যুতি মারা যাচ্ছিলো একটি কিডনির অভাবে এই কথা শুনে মতি অসুস্থ অবস্থায় রাজি হয়ে গেলো সে তার আধো মরা মৃত কিডনি দিয়ে দিতে,একবারও নিজের কথা ভাবে নি, সে চেয়েছিলো আমার প্রাক্তন বেঁচে থাকুক,আর আমার বাঁচা মরা সমান সমান।
এই লাইনগুলো যখন পরতেছিলাম সত্যই তখন মনের অজান্তেই চোখের কোন ভেসে যাচ্ছিলো পানি গড়িয়ে পড়ে পড়ে আর আমি গল্পের গভিরে হাড়িয়ে গিয়েছিলাম...
মাঝির প্রেম চমৎকার একটা বই বলতে বাদ্ধ হলাম আমি তেমন লিখতে যানি না তাই বই রিভিউ দেই না ভাবি এগুলো বড় লেখক দের কাজ তবে ভালো লাগলে মন কে মানাতে পারি না কিছু না লিখে/আলাপ না করে ঘুমাতেও পারি না তাই বসে বসে লিখলাম।মাগরীবের পর শুরু করছি এক বসাতেই শেষ করে ফেলছি পড়ে আপনি চাইলে এই গল্পটা পড়তে পারেন।
বিঃদ্রঃ আমার ছোট মাথায় মনে হলো কথাটা বলে দেয়া উচিত
(ছোটরা এই বইটি পড়া নিষেধ কারণ এই বইটা বড়দের জন্যই লেখা হয়েছে মজা দেয়ার জন্য ১৮+ তথা প্রাপ্ত বয়স্কদের কথা সহজেই তুলে ধরেছেন লেখক সাহেব এই গল্পে)
রিভিউয়ার: নিজামুদ্দীন (সায়েম)
কোন মন্তব্য নেই: