ভাইরাল 'শিশু শেখ হাসিনা' সাতক্ষীরার দিঘী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে সাতক্ষীরার শিশু আবৃত্তিশিল্পী সাফানা ফারদিন দিঘী। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালসহ অসংখ্য ফলোয়ার ভাইরাল হওয়া ভিডিওতে পজিটিভ কমেন্টস করেছেন।
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে গৃহ বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে সাফানা ফারদিন দিঘী শিশু শেখ হাসিনা সেজেই শুধু খ্যান্ত ছিলেন না, শিশু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো অবিকল ভাষায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সবাইকে রীতিমতো তাকলাগিয়ে দেয়।
গত ২৩ জানুয়ারি সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের আমন্ত্রণে শিশু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেজে অনুষ্ঠানে আসন গ্রহণ করেন শিশু আবৃত্তিশিল্পী সাফানা ফারদিন দিঘী। অবিকল সাজে সেজেছিল শিশু শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মূলমঞ্চে চেয়ারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভঙ্গিমায় বসেছিল সাতক্ষীরার শিশু শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত সকলের দৃষ্টি কাড়ে শিশু শেখ হাসিনা।
অনুষ্ঠান শেষে জাতির উদ্দেশে ভাষণ দেয় শিশু শেখ হাসিনা। তার ভাষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটির নীচে অসংখ্য মানুষ মন্তব্য করেছেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল শিশু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুনে গতকাল ২৪ জানুয়ারি রবিবার ভাইরাল হওয়া ভিডিওর নিচে মন্তব্য করে লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আজ এটা পাঠাব। একেবারে শেখ হাসিনা।
শিশুশিল্পী সাফানা ফারদিন দিঘী এ বছর দ্বিতীয় শ্রেণি পেরিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সাতক্ষীরার ঐতিহ্যবাহী বর্ণমালা একাডেমিতে নিয়মিত আবৃত্তি শিখছে। শিশু আবৃত্তিশিল্পী হিসেবে অতিপরিচিত দিঘী। জেলা পর্যায় একাধিক আবৃত্তি প্রতিযোগিতায় দিঘী সেরা হয়েছে।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলার নিজস্ব প্রতিনিধি এম কামরুজ্জামান ও সাতক্ষীরার ছফুরননেছা মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সেলিনা সুলতানা লিপির মেয়ে দিঘী।
কোন মন্তব্য নেই: